চাঁদে অভিযানের পথে থাকা ভারতের চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম চন্দ্রপৃষ্ঠের আরো কাছ থেকে তোলা ছবি পৃথিবীতে পাঠিয়েছে। ছবিটি প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চাঁদের কক্ষপথে ঘুরতে থাকা চন্দ্রযান-৩ থেকে গত বৃহস্পতিবার আলাদা হয় ল্যান্ডার বিক্রম। সব কিছু ঠিক থাকলে আগামী বুধবার এটি চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে অবতরণ করবে।
এটি সফল হলে ভারতই হবে প্রথম দেশ যারা সব সময় অন্ধকারে থাকা চাঁদের দক্ষিণ মেরুতে যান অবতরণ করাবে। নিজেদের তৈরি নভোযান চন্দ্রপৃষ্ঠে নামানোর দিক থেকে ভারত হবে চতুর্থ দেশ। গত ১৪ জুলাই চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণ করে ইসরো। বিক্রমের তোলা সাদা-কালো ছবিটিতে চন্দ্রপৃষ্ঠের বিভিন্ন শিলা ও গর্তগুলো ভালোভাবে দেখা যাচ্ছে।
বিক্রমের পেটের মধ্যে রয়েছে ছয় চাকাবিশিষ্ট রোভার প্রজ্ঞান।