নতুন পারমাণবিক সাবমেরিনকে ‘হাইপারসনিক জিরকন’ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করতে যাচ্ছে রাশিয়া। রাশিয়ার বৃহত্তম জাহাজ নির্মাতার প্রধান সোমবার প্রকাশিত একটি সাক্ষাত্কারে আরআইএ রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে এ কথা জানান।
ইউনাইটেড শিপবিল্ডিং কর্পোরেশন (ইউএসসি) এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সি রাখমানভ বলেছেন, ‘ইয়াসেন-এম প্রকল্পের বহুমুখী পারমাণবিক সাবমেরিনগুলো… নিয়মিতভাবে জিরকন ক্ষেপণাস্ত্রে সজ্জিত থাকবে। এ নিয়ে ইতিমধ্যেই কাজ চলছে।
এদের প্রতিহত করা বেশ কঠিন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বছরের শুরুতে বলেছিলেন, রাশিয়া তার পারমাণবিক শক্তি বাড়ানোর জন্য জিরকন ক্ষেপণাস্ত্রের সরবরাহ শুরু করবে।