রাশিয়ান বাহিনী রবিবার দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলের দুটি গ্রামে গোলাবর্ষণ করেছে। এতে একটি শিশুসহ সাতজন বেসামরিক লোক নিহত হয়েছে বলে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন, শায়রোকা বালকা গ্রামে হামলায় এক দম্পতি, তাদের ২৩ দিনের শিশু এবং অন্য একজন নিহত হয়েছে। এ ছাড়া ওই দম্পতির ১২ বছর বয়সী ছেলে গুরুতর আহত হয় এবং পরে হাসপাতালে মারা যায়।
ক্লাইমেনকো আরো জানান, পার্শ্ববর্তী স্ট্যানিস্লাভ গ্রামে ১২ বার কামানের গোলা আঘাত হানে। এতে দুজন নিহত এবং একজন আহত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী টেলিগ্রাম পোস্টে ক্ষতিগ্রস্ত বাড়ির দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সন্ত্রাসীরা কখনই স্বেচ্ছায় বেসামরিক মানুষকে হত্যা করা বন্ধ করবে না। সন্ত্রাসীদের থামাতে হবে।
ক্লাইমেনকো আরো জানান, পার্শ্ববর্তী স্ট্যানিস্লাভ গ্রামে ১২ বার কামানের গোলা আঘাত হানে। এতে দুজন নিহত এবং একজন আহত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী টেলিগ্রাম পোস্টে ক্ষতিগ্রস্ত বাড়ির দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সন্ত্রাসীরা কখনই স্বেচ্ছায় বেসামরিক মানুষকে হত্যা করা বন্ধ করবে না। সন্ত্রাসীদের থামাতে হবে।