জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে জাতিসংঘের মিশন চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করছে। তবে আন্তোনিও সতর্ক করেছেন, সংঘাত বিধ্বস্ত দেশটির পরিস্থিতি তীব্রভাবে অবনতি হয়েছে। এই অবস্থায় কঙ্গোতে জাতিসংঘের মিশন প্রত্যাহার করা শঙ্কার বিষয়।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনে, গুতেরেস কঙ্গোতে বর্তমান পিরিস্থিতি নিয়ে একটি নিখুঁত মূল্যায়ন করেছেন এবং দেশটিতে জাতিসংঘের মনুস্কো মিশন দ্রুত প্রত্যাহারের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছেন।
এমনটা হলে প্রায় ২৫ বছর পর জাতিসংঘের মনুস্কো মিশন প্রত্যাহার করা হবে।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার প্রকাশিত ১৫ পৃষ্ঠার নথিতে গত কয়েক বছর ধরে দেশটিতে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং মানবিক পরিস্থিতির অবনতির দিকে ইঙ্গিত করা হয়েছে। নথিতে শত হাজার বেসামরিক মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার কথা বলা হয়েছে। আরো বলা হয়েছে, ‘২০২১ থেকে ২০২২ সালের মধ্যে শিশুদের প্রতি যৌন সহিংসতা দ্বিগুণেরও বেশি বেড়েছে।
’ প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুটি এলাকা হলো, কঙ্গোর উত্তর কিভু এবং ইতুরির পূর্বাঞ্চলীয় প্রদেশে। সেখানে যথাক্রমে ২৮ এবং ৩৯ শতাংশ জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে- প্রায় চার মিলিয়ন মানুষ। এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর পুনরুত্থান হয়েছে। তারা একটি বিশাল এলাকা দখল করেছে বলে নথিতে জানানো হয়েছে।
২০২২ সালের সেপ্টেম্বরে কঙ্গোর রাষ্ট্রপতি ফেলিক্স শিসেকেদি বলেছিলেন, তিনি মনে করেন ২০২৩ সালের ডিসেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জাতিসংঘের মনুস্কো মিশন থাকার কোনো কারণ নেই।