মহাত্মা লালন সাঁইজির গানের উপর দেশব্যাপী সেরাদশ অনলাইন প্রতিযোগিতা শুরু হবে। কেন্দ্রীয় সাধুসংঘের আয়োজনে মিডিয়া থাকছেন রূপালী ইউটিউব চ্যানেল।
গতকাল (২১ নভেম্বর) রবিবার বিকাল সাড়ে চারটায়, সাধুর ধামে কেন্দ্রীয় সাধু সংঘ সাংস্কৃতিক পরিষদের সভাপতি আল কামাল হোসেন রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চ্যানেল রূপালী ইউটিউবে পরিচালক ইকবাল হোসেন।
এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা, সাংবাদিক শাহ আলম, কেন্দ্রীয় সাধু সংঘের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম রাঙ্গা সিদ্দিকী, সদস্য সচিব বাদশা মিয়া, সাবেক সভাপতি বাবু হরি মোহন পাল, সাবেক সম্পাদক রেজাউল করিম তাং, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মহসিন হাবিব সবুজ ও রাজু আহমেদ, সাধু বিজন, সাধু গোবিন্দ সাধু সংঘ পাঠাগারের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিকীসহ আরো অনেকে।
পরে লালন সঙ্গীত প্রতিযোগীতা আয়োজিত কমিটি গঠন করা হয়েছে। লিজু বাউলাকে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়করা হলেন, সিংগার খোকন, পালাশ বাউল, বনস্পতি মজুমদার, লালন সিদ্দিকী, প্রফেসার আখতারুজ্জামান আখতার, প্রফেসার আবু মোহাম্মদ কাওছার, সদস্য সচিব হিসাবে আল কামাল রতন মাষ্টারকেসহ ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করে।
সভায় ১ মাসের মধ্যে সারাদেশে প্রচারের মাধ্যমে অনলাইনে পাওয়া করা আবেদন থেকে যাচাই বাচাই করে ২০ থেকে ৩০ জনকে সিলেক্ট করা হবে বলে সিদ্ধান্ত নেয়। নির্বাচিত ব্যক্তিদের চিঠি দিয়ে জানানো হবে। ফাইনালে “সেরা দশ” বাছাই করবেন দেশ বরেন্দ্র বাউল।।