যুক্তরাষ্ট্র থেকে ফিরেই বিমানবন্দর থেকে আটক যুবলীগ নেতা রুমেল
যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি আজম পাশা চৌধুরী রুমেলকে বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ; তার বিরুদ্ধে শিবির কর্মী হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
যুক্তরাষ্ট্রের জেল থেকে ফেরত পাঠানো কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলকে (৪৬) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে শিবির কর্মী হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
আজ শনিবার (১৭ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ও সংশ্লিষ্টদের বক্তব্য
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,
সকালে ইমিগ্রেশন পুলিশ আজম পাশা চৌধুরী রুমেলকে আটক করে থানায় সোপর্দ করেছে।
এদিকে, আজম পাশাকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান,
খবর পেয়ে আসামি আজম পাশাকে আনার জন্য বিমানবন্দর থানায় পুলিশ পাঠিয়ে নোয়াখালীতে নিয়ে আসা হচ্ছে।
যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসার প্রেক্ষাপট ও মামলার তথ্য
পলাতক জীবন ও যুক্তরাষ্ট্র যাত্রা:
পুলিশ সূত্র থেকে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে আজম পাশা চৌধুরী রুমেল পলাতক ছিলেন। এই সময়ে তিনি দুবাই ও মেক্সিকো হয়ে সীমান্ত পথে যুক্তরাষ্ট্র প্রবেশ করেন।
যুক্তরাষ্ট্রে প্রায় তিন মাস জেলে থাকার পর শনিবার (১৭ মে) তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং দেশে ফিরেই তিনি বিমানবন্দরে পুলিশের হাতে আটক হন।
গ্রেপ্তারের কারণ ও মামলা:
কোম্পানীগঞ্জ থানার ওসি জানিয়েছেন, আজম পাশা চৌধুরী রুমেলের বিরুদ্ধে শিবির কর্মী হত্যা মামলাসহ কয়েকটি মামলা রয়েছে। এই মামলাগুলোই তার গ্রেপ্তারের প্রধান কারণ।
গ্রেপ্তারের পর আজম পাশাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত ও বিচার কার্যক্রম চলবে।