সিলেট

সিলেটের তিন উপজেলা প্লাবিত, বাড়ছে বন্যা আতঙ্ক

ঈদের দিন সিলেট নগরবাসী জলাবদ্ধতার দুর্ভোগ পোহানোর পর এবার পুরো সিলেট জেলা জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জেলার ১১ পয়েন্টের মধ্যে ৬ পয়েন্টেই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে সিলেট নগর ছাড়াও কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুরসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয়দের মধ্যে ২০২২ সালের বন্যা আতঙ্ক হানা দিচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর সিলেট সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টিপাত হয়েছে ১৫৩ মিলিমিটার। আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট বৃষ্টিপাত হয়েছে ৫৬ মিলিমিটার। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায়ই বৃষ্টিপাত হয়েছে ৪৪ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তবে সিলেটে বৃষ্টিপাতের চেয়েও পাশ্ববর্তী দেশ ভারতের চেরাপুঞ্জি ও মেঘালয়ের ভারী বৃষ্টিপাত নিয়ে সিলেটবাসীর বিশেষ করে সীমান্তবর্তী উপজেলার মানুষ ভয়ে ছিলেন। শেষ পর্যন্ত সেই ভয়ই সত্যি হতে চলেছে। চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টিপাতে শেষ পর্যন্ত বন্যায় ভাসতে চলেছে সিলেট অঞ্চল। গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়েছে ৩৯৫ সেন্টিমিটার।

গত কয়েকদিন ধরে সেখানে ভারী বৃষ্টিপাত চলছে। আর এতে করে পাহাড়ি ঢলে সিলেটের নদ নদীগুলো টইটম্বুর হয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড সিলেট সূত্রে জানা গেছে, সিলেটের ১১ পয়েন্টের মধ্যে ৬ পয়েন্টেই নদীর পানি বিপৎসীমার অতিক্রম করেছে। এর মধ্যে সুরমা নদী সিলেট পয়েন্টে বিপৎসীমার ২২ সেন্টিমিটার, কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদী জকিগঞ্জের অমলসিদ পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে বিপৎসীমার ৭৯ পয়েন্ট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া জৈন্তাপুর উপজেলার সারি পয়েন্ট সারি নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার এবং গোয়াইনঘাট উপজেলায় সারি গোয়াইন নদীর পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও শেরপুরে কুশিয়ারা নদী, কোম্পানীগঞ্জে ধলাই নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে।

নদীর পানি বেড়ে সিলেট নগরের উপশহর, তেররতন, মেন্দিবাগ, সোবহানীঘাট, যতরপুর, তালতলা, এলাকার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। নগরের অনেক প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কে পানি রয়েছে। ওসমানী বিমানবন্দর সড়ক, সিলেট-তামাবিল সড়কের বিভিন্ন অংশ, দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডসহ বিভিন্ন সড়কের বেশ কয়েকটি স্থান জলমগ্ন হয়ে আছে।

সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়ন, ৫ নম্বর আলীরগাঁও, ১০ নম্বর আলীরগাঁও এবং লেঙ্গুরা ইউনিয়নের পুরোটাই প্লাবিত হয়েছে। সিলেট-গোয়াইনঘাট সড়ক বিছিন্ন হয়ে সিলেটের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। পাশাপাশি গোয়াইনঘাট উপজেলা সদরের সঙ্গে ১৩টি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের আটগ্রামের বাসিন্দা ও মানিকগঞ্জ বাজারের ব্যবসায়ী আল-আমিন বলেন, ‘সোমবার রাত ৩টার দিকে হঠাৎ করে ১৫ থেকে ৭৫ মিনিটের মধ্যে পানি বেড়ে গিয়ে উপজেলার নিম্নাঞ্চল প্লাবতি হয়েছে। সড়ক ডুবে গেছে। সকালে বেশি পানি বাড়েনি। ৪ আঙুলের মতো বেড়েছে। আর যদি এক হাত পানি বাড়ে তাহলে বাইশের (২০২২ সালের বন্যা) বন্যার মতো অবস্থায় পড়ে যাবো আমরা।’ 

এদিকে ভারী বর্ষণে সিলেটের জৈন্তাপুর উপজেলা সারিঘাটের ডুপি এলাকায় টিলা ধসের খবর পাওয়া গেলে খবরের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে জাফলংয়ের রাধা নগরের রাস্তা ডুবে জৈন্তাপুর ও গোয়াইনটা উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘গোয়াইনঘাটের ১৩টি উপজেলার সবকটি প্লাবিত হয়েছে। আরো সুনির্দিষ্ট করে বললে উপজেলার ৪৮৩ বর্গকিলোমিটারের মধ্যে ৩১৫ বর্গ কিলোমিটার প্লাবিত হয়ে গেছে। ৩১৩ গ্রামের মধ্যে ২০৬টি গ্রাম পানিতে নিমজ্জিত।’ 

সড়ক যোগাযোগ ব্যবস্থার অবস্থা সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উপজেলার সড়ক ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন বলা চলে। গোয়াইনঘাট-সারিঘাট সড়ক, গোয়াইনঘাট-জাফলং রাধানগর সড়ক, গোয়াইনঘাট-ফতেহপুর হয়ে আসার সড়ক, সালুটির সড়কেও পানি উঠে গেছে।’ 

পানির স্রোত তীব্র হওয়ায় সড়ক, কালভার্ট, সেতু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক জায়গায় ফাটল দেখা দিচ্ছে বলেও তিনি জানান।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker