ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে বাড়ি পাশের অবস্থিত পুকুরের পানিতে পড়ে রিফাত ও কাউসার নামে শিশুর মৃত্যু হয়, সম্পর্কে তারা চাচাতো ভাই।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানায় এলাকাবাসী। বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন রানীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল।
পুকুরের পানিতে পড়ে নিহত রিফাত চিকনমাটি গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও কাউসার সাহাব উদ্দিনের ভাই সাবলুর ছেলে। নিহতের একজনের বয়স সাড়ে ৩ বছর ও অপরজনের বয়স ৪ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে ওই গ্রামের সাহাব উদ্দিন ও তার ভাই সাবলুর ছেলে তাদের দাদার সঙ্গে মাঝে মাজে থেকে পুকুরে গোসল করতে যেতো। আজ শিশু দুটি সেই পুকুরে পানিতে কখন পরে গেছে কেউ বলতে পারেনা। দুপুরের দিকে শিশু দুটির সম্পর্কে দাদা পুকুরে কাছে গেলে একজনের মরদেহ পুকুরের পানিতে ভেসে থাকতে দেখতে পায়। পরে অনেক খোঁজাখুঁজির পরে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।
থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান, এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।