ঠাকুরগাঁও

পীরগঞ্জে অবৈধ ভাবে জমি দখলের চেষ্টা: নিরব ভূমিকায় পুলিশ

মো: লাতিফুর রহমান লিমন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের পীরগেঞ্জ জাল দলিল সৃষ্টি করে অবৈধ ভাবে জমি জবর দখল করার চেষ্টার ঘটনায় পুলিশের সহযোগীতা না পাওয়ার অভিযোগ করেছেন একটি ভূক্তভোগী পরিবার। 

বৃহস্পতিবার বিকালে পীরগঞ্জ প্রেসক্লাব হল রুমে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী আমিনুল ইসলাম বলেন, পৌর শহরের মিত্রবাটী মৌজার ৪৫১ ও ৪৫২ দাগের ১৯ শতক জমি সিএস এবং এসএ রেকর্ডীয় মালিকের কাছ থেকে ১৯৬৯ সালে ৫৮০১ দলিল মুলে ক্রয় করে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি সাগর চন্দ্র ও সুলতান আলীসহ ওই এলাকার কয়েকজন ভূমি দস্যু জাল দলিল সৃষ্টি করে তার ভোগ দখলীয় ৪৫১ দাগের ১০ শতক জমিতে প্রাচীর নির্মাণ করে দখল নেওয়ার চেষ্টা করে। এ সময় আমিনুল ইসলামসহ তার ওয়ারিশরা বাঁধা দিলে সাগর চন্দ্র হিন্দু সম্প্রদায়ের নেতাদের প্রভাবিত করে বিষয়টি সাম্প্রদায়িক ইস্যুতে পরিণত করার অপচেষ্টা চালায়।

Image

জমি জবর দখলের চেষ্টার বিষয়ে আমিনুল বাদী হয়ে গত ১৮ এপ্রিল ঠাকুরগাঁও আদালতে মামলা করেন এবং উক্ত মামলা বিবাদীদের কারণ দর্শানোর নোটিশসহ পীরগঞ্জ থানার ওসিকে উক্ত জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশনা দিয়ে আদেশ দেন। আদালতের আদেশের কপি তাৎক্ষণিক থানায় পৌছাইলেও ওসি বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে টালবাহানা করেন।

এক পর্যায়ে নালিশী জমিতে আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটানো এবং অবৈধ দখল বদ্ধ করার জন্য সাগর চন্দ্রসহ অন্যদের নোটিশ দেয় পুলিশ। এরপরও ওই জমিতে প্রাচীর ও নির্মাণ কাজ করতে থাকেন প্রতিপক্ষরা।

বিষয়টি থানার ওসি কে জানানো হলে তিনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে থানা পুলিশের কাছে একাধিক বার যোগাযোগ করা হলেও উপর মহলের চাপ আছে এমন কথা বলে কিছু করতে পারবেন না বলে জানায় পুলিশ। 

ঘটনার কথা জানিয়ে বৃহস্পতিবার ৯৯৯ এ ফোন করা হলে সেখান থেকে থানা পুলিশের সাথে যোগাযোগ করে দেয়া হয়। এতেও বিরক্তি প্রকাশ করেন থানার ওসি জাহাঙ্গীর আলম। প্রতিপক্ষের পক্ষ নিয়ে ওসি সাফ জানিয়ে দেন-  এ বিষয়ে তার কিছু করার নাই। অভিযোগ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কেউ ভঙ্গ করলে আমাদের করার কিছুই নাই। বিষয়টি আদালত দেখবেন।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker