কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পাটেশ্বরী ব্রীজের উপরে এ ঘটনা ঘটেছে। উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়ন এর ৩ নাম্বার ওয়ার্ডের আওয়াল মেম্বারের পুত্র শাহাদুজ্জামান সিপন সেনা সদস্য কয়েক দিন আগে চাকুরী স্থান থেকে নিজ এলাকায় আসে ছুটিতে।
সিপন মঙ্গলবার ২৩ নভেম্বর সন্ধ্যা ৬:৩০ মিনিটে ভূরুঙ্গামারী থেকে মোটর সাইকেল নিয়ে ব্রীজের উপরে গেলে বিপরীত দিক থেকে আশা ট্রাক চলে আসলে ট্রাককে সাইড দিয়ে ব্রীজের উপরে দাঁড়ায় থাকে। সে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় পরে যায়। ট্রাকের নিচে পরে গেলে সেনা সদস্য সিপনের মাথার উপর দিয়ে ট্রাক চলে গিয়ে মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায়। মোটর সাইকেলে থাকা আর একজন সিটকে পরে যায় অন্য পাশে। ঘটনা স্থলেই সিপন না ফেরার দেশে পারি জমান। ট্রাকটিকে স্থানীয়রা আটক করেছে। আটকের সময় ট্রাকের ড্রাইভার, হেলপার পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, ঘটনা স্থলে তাৎক্ষণিক পুলিশ গিয়ে দেখতে পায় ঘটনা স্থলেই নিহত হয়েছে একজন। আটককৃত ট্রাকটিকে থানায় নিয়ে আশা হয়েছে। আরো বলেন নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত পদক্ষেপ নিবো আমরা।