গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক। আজ বিকেল ৫:৩০ মিনিটের দিকে পৌর শহরের রাজমতি মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ব্রিটিশ টোবাকো কোম্পানিতে কর্মরত মোটরসাইকেল আরোহী (এস.আর) আলম মিয়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কার্গো ট্রাক তাকে চাপা দেয়।
ট্রাকটি দেশের অন্যতম বৃহৎ খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাণ কোম্পানির মালিকানাধীন । ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আলম মিয়া। নিহত আলম মিয়ার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর গ্রামে।