দোরগোড়ায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা। সারাদেশের মতো গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়নেও মন্ডপের সামনের সড়কে বিশাল বিশাল তোরণ নির্মাণ ও রং তুলির আঁচড়ে জোর প্রস্তুতি চলছে পূজার আনুষ্ঠানিকতার। প্রতিবছর ৬ থেকে ৭টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও এইবারই প্রথম মহিমাগঞ্জ ইউনিয়ন এ সর্বোচ্চ সংখ্যক দশটি পূজামণ্ডপে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হবে।
গত দুই বছরের তুলনায় এ বছরে করোনা ভাইরাসের প্রকোপ কম থাকলেও সামাজিক দুরত্বকে গুরত্ব দিয়ে, শারদীয় দুর্গোৎসব যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হয় এ উপলক্ষে মহিমাগঞ্জ ইউনিয়ন এর দশটি পূজামণ্ডপ সহ গোবিন্দগঞ্জ উপজেলার ১২৯টি পূজামণ্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি বরাদ্দ চালের ডিও ও মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ (০৯ অক্টোবর) শনিবার সকালে উপজেলাপরিষদ সম্মেলন কক্ষে চালের ডিও ও মাস্ক বিতরণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম: সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তনয় কুমার দেবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।