গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার ১৭টি ইউনিয়নের ১৭০জন গ্রাম পুলিশ বাইসাইকেল পেলেন।
মঙ্গলার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে গ্রাম পুলিশের মাঝে এসব বাইসাইকেল তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান শাকিলা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান ও উপজেলা যুবলীগ সভাপতি তাহেদুল ইসলাম রকেট প্রমুখ।
উপজেলা নিবার্হী অফিসার জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সক্রিয়ভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে গ্রাম পুলিশদের মাঝে সরকারি বরাদ্দের এসব বাইসাইকেল প্রদান করা হয়।