গাইবান্ধায় মৌলিক ভূমি আইন ও ভূমি অধিকার বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা পরিষদের আয়োজনে গাইবান্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাস্তবায়নকারী সংস্থা সদর উপজেলা ভূমি অফিসের বাস্তবায়নে এবং উপজেলা পরিচালন এবং উন্নয়ন প্রকল্প (ইউজিটিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা’র) সহায়তায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেবুন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর সহকারী কমিশনার (ভূমি) মো: নাহিদুর রহমান, সদর উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান নুর-এ হাবীব টিটন, তাসলিমা সুলতানা স্মৃতি ও গাইবান্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান প্রমুখ।
এসময় সদর উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সচিবসহ সাংবাদিক ছাড়াও উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।প্রশিক্ষণে বক্তারা মৌলিক ভূমি আইন ও অধিকার নিয়ে বিভিন্ন বিষয়ে আলোকপাতসহ উন্মুক্ত পরামর্শ গ্রহণ করা হয়।