গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রবাসী নুরুল ইসলামের কন্যা, নিলুফা ইয়াসমীন নূপুর (১৭) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
রবিবার (৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সদরেরথানা পাড়ায় ঘটনাটি ঘটে। নূপুর গোবিন্দগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, গত ৩ সেপ্টেম্বর রাত ১১টার দিকে অভিমান করে বাড়ির সকলের অজান্তে কয়েকটি ঘুমের ট্যাবলেট খেয়ে নূপুর অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পেয়ে প্রথমে প্রাথমিক চিকিৎসা করান । পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে তাঁর মা তাকে বিকাল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই সোয়া ৪টার দিকে নূপুরের মৃত্যু হয়। তবে ঘুমের ট্যাবলেট খাওয়ার সঠিক কোনো কারণ পরিবারের কেউ বলতে পারেননি।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েমরদেহ থানায় নিয়ে আসে। থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। (৬ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য গাইবান্ধায় পাঠানো হবে।