গোবিন্দগঞ্জ থানা পুলিশ গলায় ওড়না পেঁচানো অবস্থায় প্রাচীরে ঝুলে থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম শাকিল আহম্মেদ (২৫) সে ওই গ্রামের মীর কাশেম আলীর ছেলে। শাকিল গ্রামেই মুদির দোকান করতো।
এলাকাবাসী জানান, প্রতিবেশী ফজলুর রহমানের সাথে বসত ভিটা নিয়ে তার পরিবারের বিরোধ ছিল বিরোধ থাকা ভিটাতে দেওয়া প্রাচীরে গলায় ওড়না জড়িয়ে তাকে ঝুলন্ত দেখে পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরিবারের অভিযোগ তাকে হত্যা করে সেখানে ঝুলে রাখা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক অনিমেষ যুবকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হলেও তদন্তে আসল সত্য বেরিয়ে আসবে। তাই তদন্তের প্রয়োজনে তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।