মাদক মামলায় পারভেজ মিয়া (২৫) নামে এক বাস সুপারভাইজারকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা অর্থদন্ড করা হয়। এই মামলায় অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাশ দিয়েছে আদালত।
আসামিদের উপস্থিতিতে মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ আদেশ দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত পারভেজের বাড়ি বগুড়া সদর উপজেলার ধর্মপুর দিলদার পাড়া গ্রামে। মামলায় খালাসপ্রাপ্তরা হলেন, আফাজ উদ্দিন, দুদু মিয়া ও সাইদুল ইসলাম।
মামলার এহাজারে বলা হয়, ২০১৮ সালে সাম্য রাজা-১ নামের একটি লোকাল বাসে হোরোইন পাচারের তথ্য পেয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা বাজার এলাকায় ৪৫০ গ্রাম হোরোইনসহ পারভেজকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়র (র্যাব)-১৩। ওইদিন র্যাবের পক্ষ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। পরে তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব। পরবর্তীতে আদালতে এ মামলার চার্জশিট দেয় পুলিশ।
আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ফাঁসির আদেশ দেন। সাথে এক লাখ টাকা জরিমানাও করেন। এই মামলায় অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাশ দিয়েছে আদালত।