গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক সেবিদের মুখে টচলাইটের আলো দেয়া কে কেন্দ্র করে মেজবাউল ইসলাম (৫২) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বৃহস্পতিবার (১২ আগষ্ট) দুপুরে নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে কয়েকজনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা যায়, বুধবার (১১ আগস্ট) রাত ১০ টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রামের কথিত দরবেশ আব্দুল রশিদের বাড়িতে কয়েকজন যুবক গাঁজা সেবন করছিল। এমন সময় মেজবাউলের ছেলে মমিনুর ইসলাম মাদক সেবীদের দিকে হাতে থাকা টচলাইটের আলো দেয়। তখন মাদক সেবীরা ক্ষিপ্ত হয়ে মমিনুরকে মারপিট করে ক্লাবে আটকে রেখে বাড়িতে সংবাদ দেয়। খবর পেয়ে মমিনুরের বাবা নিহত মেজবাউল হক মাদক সেবীদের কাছে এসে এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করে। কিন্তু মাদক সেবীরা তাতে কোন কর্ণপাত না করে আবারো বাবা ও ছেলেকে বেধরক মারপিট করে। মারপিটের এক পর্যায়ে বৃদ্ধ মেজবাউল হক মাটিতে পড়ে যায়।
পরে স্থানীয়রা পিতামেজবাউল কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত মেজবাউল ওই ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় একজন ধান ব্যবসায়ী।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) তাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যবসায়ী মেজবাউল করিম (৫২) ওরফে বাউলের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা (নং-১১, তাং-১২/০৮/২১) দায়ের করেছেন। আলমগীর কবির রতন মন্ডল নামে একজনকে আটক করা হয়েছে। উক্ত বিষয়ে তদন্ত চলছে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।