গোবিন্দগঞ্জ

পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস অটোরিক্সা সংঘর্ষে চালকসহ নিহত ৩

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস-অটোরিক্সা মুখোমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) সকালে পলাশবাড়ী পৌশহরের ঢাকা-রংপুর মহাসড়কের বিটিসি নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

থানা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ৯টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে সবজি বোঝাই একটি অটোরিক্সায় সবজি এবং কয়েকজন যাত্রীসহ পলাশবাড়ী হাটে আসছিল। এ সময় অটোরিক্সাটি বিসিটি মোড়ে পৌঁছিলে ঢাকা থেকে রংপুরগামী নিউ সাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতরা হলেন সোহেল মিয়া (৩০), তাজু মিয়া (২৩) ও সবুজ মিয়া (৩৬)। নিহতরা সকলেই পীরগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা যায়।

দূর্ঘটনার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন এবং পলাশবাড়ী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রূপ কুমার ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ছাড়াও অন্যান্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালায়। যাত্রীবাহী বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাটক বাসটি আটক গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ আটক করেছে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker