ওসির নাম্বার ক্লোন কারে প্রতারণার মাধ্যমে বিকাশে ২ লাখ ৮০হাজার টাকা নেওয়া প্রতারক চক্রের সদস্য আসামী আল-আমিনকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
১৮ জানুয়ারী (মঙ্গলবার) রাতে গাইবান্ধার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা ও অফিসার ইনচার্জ ইজার উদ্দিনের তত্বাবধানে গোবিন্দগঞ্জ থানার চৌকস পুলিশ অফিসার আরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স এক অভিযান পরিচালনা করে ভোলা থেকে আলোচিত প্রতারক চক্রের সদস্য আসামী, আল-আমিন (২৭) কে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্বে, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর মোবাইল নাম্বার ক্লোন করে উপজেলার তিন চার জন চেয়ারম্যান প্রার্থী কে নির্বাচনে জিতিয়ে দেওয়ার প্রলোভন দেয় প্রতারক চক্র। মহিমাগঞ্জ ইউপির নৌকা মার্কার প্রার্থী মুন্সি রেজওয়ান প্রলোভনে পা দিলে তার থেকে প্রতারণা করে ৪টি বিকাশ নাম্বারে মোট ২ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারকৃত আল-আমিন ভোলা জেলার দৌলতখান উপজেলার সৈয়দপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারক চক্রের মুল হোতাকে এখনও আটক করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে।