গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাটাবাড়ী ইউনিয়নে বোগদহ সদর কলোনী গ্রামে বৈদ্যুতিক সর্টসার্কিটে বসত বাড়ীতে আগুন লেগে নগদ অর্থ সহ গৃহস্থলীর ব্যাবহৃত সকল আসবাবপত্র পুড়ে ছাই।
গ্রাম বাসী ও প্রত্যক্ষ দর্শী জানায়, গতকাল সন্ধা ৭ টার সময় মৃত আব্দুল আজিজের ছেলে আশরাফুলের ঘরে আগুন দেখে তারা গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশনে খবর দেয়। আগুনের গতি অত্যন্ত তিব্র হওয়ার ফায়ার সার্ভিসের গাড়ী আসার পূর্বেই সব পুরে ছাই হয়ে যায়। ঘটনার দিন বাগদা বাজারের দোকানে ছিলেন গৃহকর্তা আশরাফুল তার স্ত্রী ও বাড়ীতে ছিল না।
আশরাফুল জানায়, আমাকে ছোট ভাই ফোন করলে বাড়ীতে ছুটে আসি। কিন্তু ততক্ষনে আর কিছু অবশিষ্ঠ ছিলোনা। আমার বাসার কিছু অবশিষ্ট নাই খাট, তোশক, ছোপা সহ সব পুরে ছাই হয়ে গেছে। আমি আজ রাত্রী কোথায় ঘুমাব সে ব্যবস্থাও নেই।