গোবিন্দগঞ্জে মামা ভাগ্নে সরিষা ওয়েল মিলে সরিষা তৈল এর সাথে সয়াবিন তৈল মিশানোর সময় হাতে নাতে ধরে ফেলে গাইবান্ধা ডিবি পুলিশ।
জানা যায়, পঁচা সরিষা দিয়ে উৎপাদিত সরিষার তৈল এর সাথে পামওয়েল ও সয়াবিন মিশিয়ে অনেক বছর ধরে চার বাঘ মার্কা সরিষার তৈল বাজারজাত করে আসছিল মামা ভাগ্নে সরিষা ওয়েল মিল।
পুলিশ জানায়, অভিযানে তারা দেখতে পেয়েছে, মিলের ভিতরে অস্বাস্থ্যকর, নোংড়া পরিবেশে যত্রতত্র সরিষার তৈল মজুত করে রাখা হয়েছে, যা রান্নার কাজে ব্যবহার ও খাওয়ার অনুপযোগী।
পূর্বেও এ মিলে জরিমানা করা হয়েছিল। এ বিষয়ে জানতে মিলের সত্বাধিকারী দেবনাথের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
মিলের ম্যানেজার তনু জানায়, আমাদের ভুল হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন, সরিষা তেল এর সাথে সয়াবিন ও পামওয়েল মিশায়ে সরিষা তেল হিসাবে প্যাকেট করে বাজারজাত করে আসছিল চার বাঘ মার্কা তেল মিল। মোবাইল কোর্ট পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে ও সেই সাথে পাঁচ ব্যারেল সয়াবিন তৈল জব্দ করা হয়।
এ সময় ডিবি ইন্সপেক্টর শহিদুল ইসলাম, সাব-ইন্সপেক্টর জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।