গোবিন্দগঞ্জ
গোবিন্দগঞ্জে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে সাঁওতাল নারীদের দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব
সামাজিক বৈচিত্র্যের মর্যাদা রক্ষার আহ্বানে গোবিন্দগঞ্জের তল্লাপাড়ায় মানুষের জন্য ফাউন্ডেশন ও অবলম্বনের যৌথ আয়োজন
নারী ও কন্যাশিশুর প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধে সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্রের মর্যাদা রক্ষার আহ্বান জানিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল নারীদের দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের তল্লাপাড়া সাঁওতাল এলাকায় মানুষের জন্য ফাউন্ডেশন ও বেসরকারি সংস্থা অবলম্বনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের সুরক্ষা, অংশগ্রহণ ও ক্ষমতায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং নারীর উন্নয়ন ছাড়া সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয় বলে উল্লেখ করেন।
দিনব্যাপী অনুষ্ঠানে সাঁওতাল নারীরা বিভিন্ন গ্রামীণ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাঁদের ঐতিহ্য তুলে ধরেন।