গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৪ হ্যাকার গ্রেপ্তার: দেশীয় অস্ত্র, বিপুল সিমকার্ড ও নগদ অর্থ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর রাতভর শ্বাসরুদ্ধকর অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ সিম কার্ড, নগদ টাকা ও প্রযুক্তি ডিভাইসসহ হ্যাকার চক্রের মূল হোতা **পলাশ রানা** সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে **সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত** উপজেলার তালুককানুপুর ও দরবস্ত ইউনিয়নে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা সেনাক্যাম্পের **মেজর ইনজামামুল আলম, ক্যাপ্টেন ইকারাম হোসেন, ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলম, সার্জেন্ট সাইদুর রহমান এবং গোবিন্দগঞ্জ থানার এসআই মোমিনুল ইসলাম**।
গ্রেপ্তারকৃতরা হলেন—তালুককানুপুর গ্রামের ইউনুস আলীর ছেলে **পলাশ রানা**, আবু বক্করের ছেলে **সুমন মিয়া**, নারিচাগাড়ী গ্রামের সাবলু মিয়ার ছেলে **সাইদুল** এবং তাজপুর গ্রামের ইউপি সদস্য **আবু সাইদ লিটন**।
অভিযানে পলাশ, সুমন ও সাইদুলের কাছ থেকে উদ্ধার করা হয় **৮৩৮টি বিভিন্ন মোবাইল কোম্পানির সিম কার্ড, ১৭টি মোবাইল ফোন, নগদ ৫৬ হাজার ১০০ টাকা, একটি সিসি ক্যামেরা, একটি ক্যামেরাযুক্ত পেন, একটি ড্রোন, একটি ল্যাপটপ**। ইউপি সদস্য আবু সাইদ লিটনের বাড়িতে তল্লাশি চালিয়ে **দুটি দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন** জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) **বুলবুল ইসলাম** বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই হ্যাকার চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি ভাতা যেমন—বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা—প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে আসছিল।
অঞ্চলে মাদক কারবার, অস্ত্র উদ্ধার, হ্যাকার প্রতারক চক্র ও বালুদস্যু দমনে সেনাবাহিনীর এই ধারাবাহিক অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, এ ধরনের অভিযান সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।