গোবিন্দগঞ্জে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) দুপুরে পৌর শহরের চারমাথা মোড় এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে **তিন কেজি গাঁজাসহ** দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। **সোমবার (৭ জুলাই) দুপুরে** পৌর শহরের চারমাথা মোড় এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন—কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের ইব্রাহিম আলীর ছেলে **মো. লালন মিয়া (১৯)** এবং একই উপজেলার নাওভাঙ্গা গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে **মো. জাহিদ হাসান (১৯)**।
গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার **সেলিম রেজা** ও উপ-পরিদর্শক **মমিনুল ইসলামের** নেতৃত্বে একটি দল চারমাথা মোড়ে সাগরিকা পরিবহনের বাস কাউন্টারের সামনে অভিযান চালায়। অভিযানে দুজনকে আটক করে তাদের শরীর তল্লাশি করলে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় **দুটি প্যাকেটে মোট ৩ কেজি গাঁজা** উদ্ধার করা হয়। এছাড়া মাদক পাচারে ব্যবহৃত দুটি স্মার্টফোনও জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) **বুলবুল ইসলাম** জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।