গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে হাবিল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে **হাবিল মিয়া (৫০)** নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাবিল মিয়া একই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, **শুক্রবার (২৮ জুন) বিকেলে** হাবিল মিয়া এক শিশুকে ফুঁসলিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটিকে ছেড়ে দিয়ে পালিয়ে যান। ঘটনা জানাজানি হলে শিশুটির পরিবার তাকে গুরুতর অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরদিন **শনিবার রাতে** এলাকাবাসী অভিযুক্ত হাবিল মিয়াকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে ধরে ফেলেন এবং গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) **বুলবুল ইসলাম** ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
শিশু ধর্ষণের ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়। যদিও অনেকেই গণপিটুনিকে ন্যায়বিচার হিসেবে দেখলেও, মানবাধিকারকর্মীরা এ ধরনের বিচারবহির্ভূত ব্যবস্থার সমালোচনা করেছেন। তাদের দাবি, অপরাধ যত জঘন্যই হোক না কেন, ন্যায়বিচার নিশ্চিত করতে আইনিভাবে ব্যবস্থা নেওয়াই উচিত।