গোবিন্দগঞ্জ
গোবিন্দগঞ্জে কৃষক অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় খাদ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষক অ্যাপ নিবন্ধন বিষয়ক সচেতনতামূলক কর্মশালার মাধ্যমে কৃষকদের সরাসরি ধান বিক্রির সুবিধা ও মধ্যস্বত্বভোগী দূরীকরণের লক্ষ্য নির্ধারণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কৃষকদের জন্য কৃষক অ্যাপ নিবন্ধন বিষয়ক একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রান্তিক কৃষক যেন ঘরে বসেই সহজে ধান বিক্রি করতে পারেন, সেই লক্ষ্যেই বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে খাদ্য অধিদপ্তর।
উপস্থিত অতিথিবৃন্দ:
- প্রধান অতিথি: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান।
- সভাপতিত্বে: উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রওশানুল কাওছার।
- বিশেষ অতিথি: উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেহেদী হাসান।
- এছাড়াও বক্তব্য দেন গোলাপবাগ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত জামাল, কামদিয়া খাদ্য গুদামের কর্মকর্তা শফিকুল ইসলাম ও মহিমাগঞ্জ খাদ্য গুদামের কর্মকর্তা ইকবাল হোসেন।
কর্মশালার মূল বিষয় ও সুবিধা:
এই কর্মশালায় অংশগ্রহণকারী অর্ধ-শতাধিক কৃষককে জানানো হয় যে, ‘কৃষক অ্যাপ’ একটি স্মার্টফোনভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যা ধান ও অন্যান্য খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, সহজ ও প্রযুক্তিনির্ভর করে তুলবে।
- এই অ্যাপের মাধ্যমে কৃষক নিজেই সরাসরি সরকারি গুদামে ধান বিক্রির জন্য নিবন্ধন করতে পারবেন।
- এতে দালাল বা মধ্যস্থতাকারীর প্রয়োজন হবে না, ফলে কৃষক ন্যায্যমূল্যে তাদের ফসল বিক্রি করতে পারবেন।
(প্রযুক্তির এই ব্যবহার কৃষকদের জীবনে এক নতুন দিগন্তের সূচনা করেছে বলে কর্মশালায় উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।)