গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর হ্যাকবিরোধী অভিযান: সিম-মোবাইলসহ প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই চিহ্নিত হ্যাকারের আস্তানায় গোপন অভিযান; বিপুল সরঞ্জাম উদ্ধার হলেও কাউকে আটক করা যায়নি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে যৌথবাহিনী এক গোপন অভিযানে বিপুল পরিমাণ সিম কার্ড, মোবাইল ফোন, নগদ টাকা ও বিভিন্ন প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার করেছে। শুক্রবার (১৬ মে, ২০২৫) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।
সূত্র জানায়, অভিযানে চিহ্নিত হ্যাকার জুয়েলের বাড়ি থেকে একটি ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটার, মনিটর, একাধিক অ্যান্ড্রয়েড ও বাটন মোবাইল ফোন, গ্রামীণফোন, স্কিটো, এয়ারটেল, রবি এবং বাংলালিংকের বহু সিম কার্ড, সঙ্গে কিছু নগদ অর্থ উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে জুয়েল নিজ বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে, অভিযুক্ত আরেক হ্যাকার রনির বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিভিন্ন ব্র্যান্ডের সিম কার্ড, হার্ডডিস্ক, পেনড্রাইভ, একটি পার্সোনাল কম্পিউটার, মনিটর, প্রিন্টার, রাউটার, সিসিটিভি ক্যামেরা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও ডায়েরি। রনিও ঘটনার সময় বাড়িতে উপস্থিত না থাকায় তাকে আটক করা যায়নি।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের না হলেও, আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে গোবিন্দগঞ্জ অঞ্চলে সাইবার অপরাধ বাড়তে থাকায় স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় হয়ে ওঠে। অভিযানে যৌথবাহিনীর তৎপরতা এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।