গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরবর পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে নেমে গর্তে ডুবে শাওন শেখ (১৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১১ মে) বিকেল ৩টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ধনকুটি রাজবাড়ী সংলগ্ন সরোবর এলাকার একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন শেখ গোবিন্দগঞ্জ পৌরসভার মাগুরা (সোনারপাড়া) গ্রামের সৌদি প্রবাসী সাদেকুল ইসলাম শেখের ছেলে এবং বর্ধনকুটি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শাওন তার ছোট ভাই ও চাচাতো ভাইয়ের সঙ্গে ওই পুকুরে গোসল করতে নামে। পুকুরটি সম্প্রতি খনন করা হওয়ায় গভীর গর্ত সৃষ্টি হয়েছিল। গোসলের এক পর্যায়ে শাওন হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা দুই ভাই তাকে উদ্ধারের চেষ্টা চালায় এবং পরে আশপাশের লোকজন ও পরিবারকে জানায়।
পরিবারের লোকজন এসে শাওনকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।