গাইবান্ধার গোবিন্দগঞ্জে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চালানো হয়েছে। থানা এলাকার পশ্চিম চৌমাথা মোড়ে এ চেকপোস্ট স্থাপন করা হয়।
সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও অংশ নেন। চেকপোস্টে মহাসড়ক দিয়ে চলাচলকারী শতাধিক যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়। যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাইয়ের পাশাপাশি সন্দেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদও করা হয়।
অভিযানকালীন সময়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া না গেলেও নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় যৌথ বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কায় এমন তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।