গোবিন্দগঞ্জ থেকে মহিমাগঞ্জে যাওয়ার একমাত্র রাস্তাটির (বটতল) দীর্ঘদিন ধরেই চরম দুরবস্থার শিকার। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে, আর এর মাধ্যমে মহিমাগঞ্জের ভারী শিল্প-কারখানার মালামালও পরিবাহিত হয়। কিন্তু প্রতিদিন দুর্ঘটনা যেন এখানে সাধারণ এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
দীর্ঘদিন জনভোগান্তির পর ঈদের আগে রাস্তার সংস্কারকাজ শুরু হলেও, তা এখনও সম্পূর্ণ হয়নি। এলাকার মানুষজন ক্ষোভে ফেটে পড়ছেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, এই রাস্তায় এমন কোনো দিন নেই যেদিন দুর্ঘটনা ঘটে না।
যানজট তো প্রতিদিনের সঙ্গী। বিশেষ করে অফিসগামী ও স্কুলগামী মানুষ এবং ছোট ছোট বাচ্চারা এ রাস্তায় সবচেয়ে বেশি কষ্টে পড়ে। অল্প একটু রাস্তা পার হতে তাদের আধাঘণ্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়। অনেকেই বিস্ময় প্রকাশ করে বলেন—”এত আধুনিক প্রযুক্তির যুগে এসেও এতটুকু রাস্তার কাজ এতদিনেও শেষ না হওয়া সত্যিই দুঃখজনক।”
এলাকাবাসী ও পথচারীরা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন এবং রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবের জোর দাবি জানিয়েছেন।