গোবিন্দগঞ্জ
নিজস্ব প্রতিবেদক
Send an email
এপ্রিল ১৫, ২০২৫সর্বশেষ আপডেট এপ্রিল ১৫, ২০২৫
গোবিন্দগঞ্জে পরিত্যক্ত টয়লেটের কুয়ায় অর্ধগলিত কিশোরের মরদেহ উদ্ধার
০ ২,১৭৩ এক মিনিটেরও কম সময়
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ার মধ্যে থেকে অর্ধগলিত এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনাক্ত হওয়া নিহত কিশোরের নাম সাব্বির (১৪)। তার পরিবার লাশের পরিধানের পোশাক দেখে তাকে শনাক্ত করে। নিহতের প্রতিবেশী শামীম এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত সাব্বির উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনা তদন্তে কাজ শুরু করেছে।