গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শ্যালো ইঞ্জিলচালিত অবৈধ যানবাহন পাওয়ার ট্রলি চাপায় সাইফ হাসান নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের বড় জামালপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত সাইফ হাসান ওই গ্রামের মিলন মিয়ার ছেলে।জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান মন্ডল জানান, সোমবার দুপুরের দিকে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে সে হঠাৎ দৌড় দিয়ে বাড়ির সামনে পাকা সড়কে যায়। এসময় ওই এলাকায় সাদুল্লাপুর থেকে মাদারগঞ্জমূখি শ্যালো ইঞ্জিলচালিত সার বোঝাই অবৈধ যানবাহন পাওয়ার ট্রলি তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। তিনি আরও জানান, পরে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা হয়েছে।সাদুল্লাপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এনিয়ে কেউ কোন অভিযোগ করেনি।
Subscribe
Login
0 Comments
Oldest