গোবিন্দগঞ্জে মাদকাসক্তের অভিযোগে সাজা: নেপথ্যে পারিবারিক ষড়যন্ত্রের দাবি প্রতিবেশীদের
শিকল পরিয়ে ইউএনও কার্যালয়ে নেওয়া হয় সুলতানকে; এক বছরের দণ্ডে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকাসক্তের অভিযোগে সুলতান মিয়া (৩০) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন এই সাজা ঘোষণা করেন। তবে সাজাপ্রাপ্ত সুলতান মাদকাসক্ত নন বরং পারিবারিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি তুলেছেন স্থানীয়রা।
অভিযুক্ত সুলতানের সৎ মা বেলী বেগম ও স্বজনরা তাঁকে শিকল পরিয়ে ইউএনও কার্যালয়ে নিয়ে এসে শাস্তির আবেদন করেন। পরিবারের অভিযোগ শুনে আদালত এই রায় দেন। গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানিয়েছেন, সাজাপ্রাপ্তকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে সুলতানের প্রতিবেশী ও স্থানীয়রা জানান, মেধাবী সুলতানের পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। মিথ্যা অভিযোগে তাঁকে ফাঁসানো হয়েছে। শিকল পরিয়ে প্রকাশ্যে এক যুবককে অপমান করা মানবাধিকার লঙ্ঘন বলে তাঁরা দাবি করেন।
সুলতানের বন্ধু ও প্রতিবেশীরা এই রায়ের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত সৎ মা ও চাচার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ন্যায়বিচারের আশায় সরব এলাকাবাসী।