গাইবান্ধা
গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার
মাকলাইন গ্রামে পুলিশের ঝটিকা অভিযান; উদ্ধারকৃত মাদকসহ আসামিদের জেল হাজতে প্রেরণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মাকলাইন গ্রামের বাবু মিয়ার ছেলে সাহারুল (৩৫) এবং আব্দুল লতিফের ছেলে সারোয়ার হোসেন (৩৭)।
গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁদের কাছ থেকে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকসহ তাঁদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরণের অভিযান নিয়মিত চলবে বলেও জানায় পুলিশ।