গোবিন্দগঞ্জে গাঁজাসহ দুই নারী মাদককারবারি গ্রেফতার
মায়ামনির মোড়ে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তারকৃত দুই নারী পাবনা সদরের বাসিন্দা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নির্দেশনায় মায়ামনির মোড়ে চেকপোস্ট পরিচালনা কালে একটি সিএনজি থামিয়ে তল্লাশি করা হলে তাদের আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই তাহসীনুর রহমান। সঙ্গীয় ফোর্স হিসেবে উপস্থিত ছিলেন কনস্টেবল বিকাশ কুমার ও এএসআই (স.) মো. এরশাদুল হক। তল্লাশির সময় দুই নারীর কাছ থেকেই পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ১) মোছা. শাম্মী আক্তার (৩০), স্বামী মো. শাহীন খাঁ, পাগলা ক্লিনিকের গলি, ৮ নং ওয়ার্ড, পাবনা সদর। ২) মোছা. শাহানা বেগম (৪০), স্বামী মো. ছালাম মিয়া, ঘোষপাড়া, পাবনা সদর।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্টে নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় সংগঠিত মাদককারবারি চক্রের দুই সদস্যকে আটক করতে সক্ষম হয় পুলিশ। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।