গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে হেরোইন-ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রামে অভিযান; ৪৭ পুরিয়া হেরোইন, ২৭ পিস ইয়াবা ও চাপাতি উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে হেরোইন, ইয়াবা, নগদ টাকা ও ধারালো অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার নবাগত অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের নির্দেশনায় এসআই নজরুল ইসলাম ও এএসআই হাবীবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে উপজেলার নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রামের বাবলু মিয়ার পরিত্যক্ত ঘরে অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন: ১) মেহেদী হাসান সবুজ সরকার (৩৮), গ্রাম: কুঞ্জ নাকাই; ২) আপেল মাহমুদ (৩০), গ্রাম: কুঞ্জ নাকাই; এবং ৩) হুমায়ুন কবীর (২৮), গ্রাম: বাজুনিয়া পাড়া।
এসময় তাদের কাছ থেকে ৪৭ পুরিয়া হেরোইন, ২৭ পিস ইয়াবা, একটি ধারালো চাপাতি এবং মাদক বিক্রয়ের নগদ ৩৭০০ টাকা জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, “আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”