গাইবান্ধা
গোবিন্দগঞ্জে চোরাই ইজিবাইকসহ নারী চোর চক্রের সদস্য গ্রেফতার
গুমানীগঞ্জ ইউনিয়নের পাড়গয়ড়া মাদনতাইড় এলাকায় পুলিশের অভিযান; রিক্তা বেগমসহ ৩/৪ জনের নামে চুরি মামলা দায়ের
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোরাই ইজিবাইকসহ এক নারী চোরচক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম রিক্তা বেগম (৩০)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের পাড়গয়ড়া মাদনতাইড় গ্রামের রজ্জব আলীর মেয়ে।
পুলিশ জানায়, রিক্তা বেগম দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরচক্রের সঙ্গে জড়িত ছিল। তার কাছ থেকে উদ্ধার করা চোরাই ইজিবাইকটি থানায় জব্দ রাখা হয়েছে।
এ ঘটনায় রিক্তা বেগমসহ আরও ৩ থেকে ৪ জনের নামে গোবিন্দগঞ্জ থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে।