গাইবান্ধা
গোবিন্দগঞ্জে অটোরিকশা ছিনতাই চক্রের দুই সদস্য আটক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন বগুড়ার আব্দুল মান্নান (৩৫) এবং গোবিন্দগঞ্জের শাহারুল শেখ রাহুল (৪০)। এই দুইজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটো ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন—বগুড়া সদর উপজেলার আব্দুল মালেকের ছেলে আব্দুল মান্নান (৩৫), এবং গোবিন্দগঞ্জ উপজেলার সোলেমানের ছেলে শাহারুল শেখ রাহুল (৪০)।
বুধবার ভোরে জুমারঘর এলাকায় একটি অটো ছিনতাই করে তারা পালানোর চেষ্টা করছিল। অটো চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, আটক মান্নানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি এবং শাহারুল ইসলামের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।