গোবিন্দগঞ্জে র্যাবের ওপর হামলায় ৮৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জে র্যাবের অভিযানে বাধা ও হামলার অভিযোগে ২৮ জন নামীয় এবং ৬০ জন অজ্ঞাতসহ মোট ৮৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি অভিযানে বাধা প্রদান এবং হামলার অভিযোগে মোট ৮৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে দুজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন গোবিন্দগঞ্জের চাঁদপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মুন্না মিয়া (২৩) এবং মৃত তোফাল হোসেনের ছেলে তাজুল ইসলাম (৩২)।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম শুক্রবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগ এনে সকালে র্যাবের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা (নম্বর-৫০) দায়ের করা হয়। মামলায় ২৮ জনের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই (বুধবার) রাতের দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া এলাকায় র্যাব একটি বিশেষ অভিযান চালাচ্ছিল। সেই অভিযানের সময়ই র্যাবের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।