গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৪
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় "ভাই ভাই সমবায় সমিতি" নামক একটি প্রতিষ্ঠানে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তলসহ চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় “ভাই ভাই সমবায় সমিতি” নামক একটি প্রতিষ্ঠানে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তলসহ **চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক** করা হয়েছে।
**৪ জুলাই দিবাগত রাতে** গাইবান্ধা সেনা ক্যাম্পের **মেজর ইনজামামুল আলমের** নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই বিশেষ অভিযান চলে রাতভর।
আটককৃতরা হলেন—**সুদোরু আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন**। এদের বিরুদ্ধে পূর্বে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সেনাবাহিনীর এই সফল অভিযানে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) **বুলবুল ইসলাম** ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।