গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিপুল গাঁজাসহ মাদক কারবারি আটক
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর সফল মাদকবিরোধী অভিযানে কুখ্যাত মাদক কারবারি মো. রেজাউল করিম (৫০) বিপুল পরিমাণ গাঁজাসহ আটক হয়েছেন। শনিবার (২৮ জুন) গভীর রাতে তার বাড়ি থেকে এসব মাদক ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর পরিচালিত এক সফল মাদকবিরোধী অভিযানে **মোঃ রেজাউল করিম (৫০)** নামের এক কুখ্যাত মাদক কারবারিকে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক করা হয়েছে। আটক রেজাউল করিম গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের মৃত মান্নান মন্ডলের ছেলে।
**২৮ জুন (শনিবার) গভীর রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত** গাইবান্ধা সেনাক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে রেজাউলের বাড়িতে হানা দেয় যৌথবাহিনী। এসময় তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে **বিপুল পরিমাণ গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম** উদ্ধার করা হয়।
সূত্র জানায়, রেজাউল করিম দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও এতদিন সে আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিল। তবে এবার বিশ্বস্ত সূত্রের সহায়তায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
অভিযানে অংশগ্রহণকারী এক কর্মকর্তা জানান, “মাদক নির্মূলের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”
আটককৃত রেজাউল করিম ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকাজুড়ে মাদকবিরোধী অভিযানের প্রতি সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা যৌথবাহিনীর এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে আরও কঠোর অভিযান চালানোর দাবি জানিয়েছেন।