গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের বিরুদ্ধে অভিযান: নগদ ১১ লাখ টাকা, মাদক ও সীমকার্ডসহ ২ জন গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যৌথ অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ, সীমকার্ড, মাদক এবং হ্যাকিং ডিভাইসসহ দুজন চিহ্নিত হ্যাকারকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রটি মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম হ্যাক করে বিভিন্ন সরকারি ভাতার অর্থ আত্মসাৎ করে আসছিল।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যৌথ অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ, সীমকার্ড, মাদক ও হ্যাকিং ডিভাইসসহ দুইজন চিহ্নিত হ্যাকারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
গত সোমবার দিবাগত রাতে থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার করা হয় ওই গ্রামের আজিজার রহমানের পুত্র মাসুম বিল্লাহ (২৫) ও নেছাম উদ্দিনের পুত্র বুলু মিয়াকে (৫০)।
তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম—নগদ, বিকাশ ও রকেট-এর অ্যাকাউন্ট হ্যাক করে অসহায়, দরিদ্র ও সুবিধাভোগী পরিবারের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রমের অর্থ আত্মসাৎ করে আসছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম যৌথভাবে অভিযান চালায়। অভিযানে মাসুম বিল্লাহ ও বুলু মিয়ার কাছ থেকে **নগদ ১১ লাখ ৪ হাজার ৪৯২ টাকা**, **২,২৫৪টি সীমকার্ড**, সিসিটিভি ক্যামেরা, ২টি হার্ডডিস্ক, ৭টি মোবাইল ফোন, একটি টাকা গোনার মেশিন, ১৯ পিস ইয়াবা ও বিভিন্ন হ্যাকিং ডিভাইস জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গণমাধ্যমকে জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদক ও প্রতারণা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং জড়িত অন্যান্যদের খোঁজে অভিযান অব্যাহত থাকবে।”