কুড়িগ্রামের ফুলবাড়ীতে উদয়াস্কুর সেবা সংস্থার সৌজন্যে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন হয়েছে।
চিএা অংকন প্রতিযোগীতায় ৬ জন ও কুইচ প্রতিযোগীতায় ৩ জন মোট ৯ জন শিশুকে পুরস্কার বিতরন করেন।
বৃহপ্রতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে শিশুর চোখে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করনীয় শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যন গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভিন, উপজেলা সমাজ সেবা অফিসার রায়হানুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার রাশেদুল হক, কায়কোবাদ হোসেন প্রকল্প সমন্বয়কারী, বিমল চন্দ্র রায় স্পন্সার শিপ অফিসার, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্দুল আজিজ, ইত্তেফাক প্রতিনিধি অনিল চন্দ্র, প্রমুখ।