কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১ নভেম্বর, সোমবার বিভিন্ন আয়োজনে জাতীয় যুব দিবস পালন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর ফুলবাড়ী।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে পায়রা অবমুক্তকরার মধ্যদিয়ে দিবসের কর্মসূচির সূচনা করেন সাবেক এমপি কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলী। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং অ-প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।
স্বাগত বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান। সভাটি সঞ্চালনা করেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক জাকারিয়া মিঞা। আরও বক্তব্য রাখেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফুলবাড়ী শাখার ম্যানেজার জগলুল কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, যুব সংগঠক নার্গিস আক্তার, রেজাউল করিম, আত্ম কর্মসংস্থানে সফল যুব ওবাইদুল হক ও খাদিজা বেগম।