কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৮ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা সমাজকল্যাণ কমিটির আওতায় দরিদ্র, অসহায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রুগীদের এককালীন আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান জেলা নির্বাহী কর্মকর্তা গণপূর্ত বিভাগ অতিরিক্ত দায়িত্ব কুড়িগ্রাম, ভ্যাটেনারী অফিসার মাহামুদুল হাসান, সমাজসেবা অফিসার রায়হানুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহাবুব হোসেন সরকার (লিটু), উপজেলা প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) প্রমূখ।