স্বেচ্ছাসেবী সংগঠন ওএবি ফাউন্ডেশনের উদ্যোগে ( ২০ নভেম্বর ) সকালে ‘ গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশের ‘ সহযোগিতায় রংপুর জেলার ‘ শিক্ষা অঙ্গন উচ্চ বিদ্যালয়ে ‘ জলবায়ু সচেতনতা বিষয়ক স্কুল ক্যাম্পেইন ‘ অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের জন্য অনুপ্রাণিত করতে সচেতনতার বার্তা পৌঁছে দেন বক্তারা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে জলবায়ু পরিবর্তনের কারণ, প্রভাব এবং প্রতিরোধমূলক পদক্ষেপ সম্পর্কে অবগত করা ,সচেতনতা বাড়ানো এবং তাদের পরিবেশ সম্পর্কে জানার আগ্রহ বৃদ্ধি করতে কুইজ প্রতিযোগিতা।
পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব উদ্যোগ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এসময় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, অত্র স্কুলের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা বেগম , ওএবি ফাউন্ডেশনের ট্রেনার ও ভলান্টিয়ার ফাহমিদা
আজমাইন, নুসরাত জাহান, শামীমা, মুমিনুল, মৌ,জান্নাত প্রমুখ ।