সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলাধীন ক্ষিরপোতা গ্রামের মোঃ শাহ আলম, পিতা-মৃত আব্দুল প্রধানের বসতবাড়ীর দক্ষিনে পুকুরপাড়ে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ টি ৭ ফুট লম্বা গাঁজার গাছ, ২.৫ কেজি শুকনো গাঁজা এবং ০১ কেজি গাঁজার গুঁড়াসহ ০১ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২।

গ্রেফতারকৃত আসামী মোছাঃ রেনুকা পারভীন(৪৮), স্বামী-মোঃ শাহ আলম, সাং-ক্ষিরপোতা ইটভাটার পাশ্বে, উপজেলা -তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) স্মারণীর ১৮(ক)/১৯(ক)/৪১ ধারায় উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে র্যাব ১২ কোম্পানি অফিসার ও সহকারী পুলিশ সুপার মি,জন রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১ টার দিকে ক্ষীরপোতা গ্রামে অভিযান চালিয়ে ১টি গাঁজার গাছ ও শুকনো গাঁজাসহ এক নারী ব্যবসায়ীকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাড়াশ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।