সিরাজগঞ্জ তাড়াশে চলনবিলের কুন্দইল ব্রিজে লকডাউন উপেক্ষা করে চলছে ঈদ আনন্দ বিনোদন। এদিকে সরকার ঈদ পরবর্তী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট কোভিড ১৯ প্রতিরোধে দেশের সর্বাত্মক কঠোর লকডাউন ঘোষণা করেছেন। কিন্তু চলনবিলের মানুষ লকডাউন উপেক্ষা করে কুন্দইল ব্রিজে ভিড় জমিয়ে ঈদের আনন্দ উপভোগ করছেন। অনেকেই লকডাউনের তোয়াক্কা না করে বউ,বাচ্চা নিয়ে চলনবিলে নৌকা নিয়ে ঘোরাঘুরি করছে। ২৪ জুলাই ২১ রোজ শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় ঈদের আনন্দ উপভোগ করতে দূরদূরান্ত থেকে মানুষ এই ব্রিজে এসে ভিড় জমাচ্ছে।
ঘুরতে আসা রবিউল নামের এক ব্যক্তি বলেন, অনেক দিন পরে ঢাকা থেকে ঈদ করতে বাড়িতে এসেছি যার ফলে পরিবারের আবদার চলনবিলে নৌকায় ঘোরাফেরা করবে সেই আবদার মেটাতেই লকডাউনের মধ্যেই ঘুরতে বের হয়েছি।
এদিকে লকডাউন বাস্তবায়নে স্থানীয় প্রশাসন কঠোর নজরদারি দিচ্ছে তা সত্বেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম বলেন, আমরা যেখানেই লোকজন জমা হওয়ার সংবাদ পাচ্ছি সাথে সাথে সেখানে অভিযান পরিচালনা করছি এছাড়াও মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.