নওগাঁর ধামইরহাটে সবার প্রিয় কবি আব্দুল লতিফ চলে গেলেন না ফেরার দেশে, ইন্নালিল্লাহে… রাজেউন। দক্ষিন চকযদু এলাকার মৃত ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে কবি আব্দুল লতিফ (৮২)। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিক কারণে অসুস্থ্য র্ছিলেন।
শনিবার ২৪ জুলাই বেলা ১ টায় নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুমের ছোট ভাই দলিল লেখক আব্দুল গফুর জানান, তার বড় ভাই কবি আব্দুল লতিফ উনসত্তরের আন্দোলনে ধামইরহাটে ছাত্রলীগের বৈঠকে বক্তৃতাকালে গ্রেফতার হয়েছিলেন। তিনি লিখে গেছেন শত শত কবিতা, মৃত্যুকালে তার ২ স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে যান।
শনিবার বাদ আছর হাটখোলায় মরহুমের জানাযার নামাজ শেষে মঙ্গলকোঠা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানায় উপজেলার বিভিন্ন স্তরের মুসল্লি উপস্থিতে জানাজা অনুষ্ঠিত হয়।